জনি হত্যা মামলায় গ্রেপ্তার ১

0

যুবলীগ নেতা লোকমান হোসেন জনি (৩৫) খুনের ঘটনায় কৃষ্ণ ধর (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডিসি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জয়নিউজকে বলেন, লোকমান খুনের ঘটনায় ৮ জনকে এজাহারভুক্ত আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন লোকমানের মা রোকেয়া বেগম। মামলায় সাইফুল নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে কৃষ্ণ ধরকে রোববার দুপুরে ডিসি রোড থেকে গ্রেপ্তার করা হয়।

অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বাকলিয়া থানার খালপাড় এলাকায় খুন হন লোকমান হোসেন জনি। লোকমান হোসেন জনির বাসা নগরের গোলপাহাড় এলাকায়।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM