৭০ হাজার ডলার নিয়ে কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি গ্রেপ্তার

0

কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে শনিবার (৬ এপ্রিল) ৭০ হাজার মার্কিন ডলারসহ গ্রেপ্তার করেছে সিআইএসএফ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আব্দুস সোবহান (৩৭) নামের ওই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে যে অর্থ উদ্ধার করা হয়েছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৪৭ লাখ ৪২ হাজার রুপি। ওই অর্থ তার ব্যাগের একটি চোরা পকেটে রাখা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি। তার লক্ষ্য ছিল ঢাকার বিমান ধরা। শেষপর্যন্ত তা সফল হয়নি।

কেন এত টাকা নিয়ে তিনি যাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

সিআইএসএফ কর্তারা তাকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছেন।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM