দোহাজারী মোড় এখন শহীদ উদ্দিন চৌধুরী চত্বর

দক্ষিণ চট্টগ্রামে গণমানুষের প্রিয়মুখ ছিলেন কৃতী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী। আপাদমস্তক ভদ্রলোক, পরোপকারী ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণ ব্যথিত করেছে সবাইকে। তিনি আমার খুব কাছের লোক ছিলেন। এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন তা ভাবিনি।

- Advertisement -

শনিবার (৬ এপ্রিল) বিকালে চসিকের কেবি আবদুছ সাত্তার মিলনায়তনে চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

- Advertisement -google news follower

এ সময় সাংসদ সাংবাদিক শহীদ উদ্দিনের স্মৃতি রক্ষার্থে দোহাজারী মোড়কে শহীদ উদ্দীন চৌধুরী চত্বর ঘোষণা করেন। এছাড়া দোহাজারী প্রেসক্লাবে একটি লাইব্রেরি তাঁর নামে করা উদ্যোগ নেওয়া হবে ।

চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রামের সভাপতি জামসেদ চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, দৈনিক সমকালের ব্যুরো চিফ সরোয়ার সুমন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি ফোরকান আবুসহ আরো অনেকে।

- Advertisement -islamibank

চন্দনাইশ মিডিয়া ক্লাবের সহ-সভাপতি পূরবী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম এ হোসাইন, নির্বাহী সদস্য কামরুল হুদা, অর্থ সম্পাদক গোলাম সরওয়ার, সদস্য চৌধুরী রাসেল, সিহাব জিসান অনিক, সাইফুল ইসলাম।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM