তৃষ্ণায়… নিজস্ব প্রতিবেদক 7 April 2019 11:46 am চৈত্রের ক্রান্তিলগ্নে পড়ছে প্রচণ্ড গরম। তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি নাভিশ্বাস প্রাণিকুলেরও। পাইপ থেকে পড়া পানি পান করতে ছুটে এসেছে তৃষ্ণার্ত বানর। ফয়’স লেক চিড়িয়াখানা থেকে ৬ এপ্রিল ছবিটি ক্যামেরাবন্দি করেন বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার