বিজিএমইএ ভোটে পূর্ণ প্যানেলে জয়ী রুবানা

বিজিএমইএ-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. রুবানা হক। তাই ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী রুবানা হক-ই হতে যাচ্ছেন বিজিএমইএ-এর প্রথম নারী সভাপতি।

- Advertisement -

শনিবার (৬ এপ্রিল) বিজিএমইএ ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন এ ফলাফল ঘোষণা করেন।

- Advertisement -google news follower

নির্বাচনে ড. রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ফোরামে সর্বোচ্চ ১ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন এমএ রহিম ফিরোজ। আর প্যানেল নেতা রুবানা হক পেয়েছেন ১ হাজার ২৮০ ভোট।

সম্মিলিত ফোরামের প্রার্থীরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

- Advertisement -islamibank

এই প্যানেলের চট্টগ্রাম অঞ্চলে বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

উল্লের‌্য, ১৮ এপ্রিল নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এরপর আগামী ২১ এপ্রিল নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান কমিটি।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM