৪ ভবনে ‘লাল সাইনবোর্ড’

নগরে ফায়ার সার্ভিসের অভিযান শেষে দুটি বহুতল ভবন ও দুটি বিপণীবিতানে লাল সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবনগুলোকে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।

- Advertisement -

শনিবার (৬ মার্চ) বিকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল এসব ভবনে অভিযান চালায়।

- Advertisement -google news follower

এই চার ভবন হলো- আসকার দীঘির পাড়ের কর্ণফুলী টাওয়ার, লালদীঘির পাড়ের মহল মার্কেট ভবন, জহুর হকার্স মার্কেট ও মিউনিসিপ্যাল স্কুল ভবন মার্কেট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জয়নিউজকে বলেন, চিহ্নিত ভবন ও মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। আগেও তাদের সতর্ক করা হয়েছিল। বার বার নোটিস ও পরামর্শ দেওয়া হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। কোন ব্যবস্থা না নেওয়ায় সর্বসাধারণের জ্ঞাতার্থে ওই চারটি ভবন ও মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

নগরে এমন অভিযান ধারাবাহিকভাবে আরো চলবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।

জয়নিউজ/পার্থ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM