রামগড়ে অবৈধ কাঠসহ আটক ৮

0

খাগড়াছড়ির রামগড়-করেরহাট সড়কের কয়লামুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির চোরাই কাঠসহ আটজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. শিপন মিয়া, মো. নুর ইসলাম, মো.পারভেজ মিয়া, মো. শাহাদাত হোসেন, মো. হাসান মিয়া, মো. আবুল কালাম, মো. সুমন মিয়া ও মো. খোরশেদ আলম।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়লামুখ চেকপোস্টের নায়েব সুবেদার আবু সাইদের নেতৃত্বে বিজিবি টহলদল একটি ট্রাকে (চট্টমেট্রো-ট-১১-৮৭০৩) তল্লাশি করে আটজন পাচারকারীসহ ৬১২.৪২ ঘনফুট কাঠ জব্দ করে। এ সব কাঠ করেরহাট ফরেস্ট স্টেশন হয়ে বাইরে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানা গেছে।

আটক কাঠ হেঁয়াকো বনবিট কার্যালয়ে জমা এবং আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/শ্যামল/বিশু
আরও পড়ুন
লোড হচ্ছে...
×