নির্বাচন চলাকালে হতাহতদের অনুদান

বান্দরবান উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের সময় সড়ক দুর্ঘটনায় হতাহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ এপ্রিল) সকালে লামা উপজেলা প্রশাসন মিলনায়তনে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহম্মদ প্রধান অতিথি হিসাবে অনুদানের চেক হতাহতদের হাতে তুলে দেন।

- Advertisement -google news follower

তারমধ্যে দুর্ঘটনায় নিহত আনসার ভিডিপি সদস্য হাফিজা বেগমের পরিবারকে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং আহত ১৯ জনকে ১৯ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমী, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম ও
নবনির্বাচিত লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল।

- Advertisement -islamibank

প্রসঙ্গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের সময় লামা উপজেলা থেকে ফাইতং ইউনিয়নের পোলাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাবার সময় সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত এবং ১৯ জন আহত হয়।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM