কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

0

কাতারে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) বিকালে রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে। কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সিবাড়ির মো. সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মো. জাহেদ। নিহতদের লাশ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দু’জনের বাড়ি ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।

জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সিরাজ ও জাহেদ।

রবিউল ইসলাম জানান, নিহতদের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেওয়া প্রাইভেটকারের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM