ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে ২৪ বাংলাদেশি

0

আড়াই বছর কারাভোগের পর ২৪ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক। এদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে।

পুলিশ  জানায়, ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল থানায় সোপর্দ করা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে পৌঁছে দিতে তাদের রাইটস যশোর নামে একটি এনজিওর কাছে তুলে দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ৩  বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে বেঙ্গালুরু শহরে যাওয়ার পর তারা পুলিশের হাতে আটক হয়।

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আড়াই বছরের সাজার মেয়াদ শেষে দেশটির একটি এনজিও তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM