চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি

পুরনো বছরের গ্লানি আর জরা মুছে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পুরোদমে চলছে প্রস্তুতি। দম ফেলার ফুসরত নেই বিভাগের শিক্ষার্থীদের।

- Advertisement -

বর্ষবরণের বিশেষ আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে রঙিন ও বর্ণিল করতেই এত ব্যস্ততা। চারুকলা চত্বরে প্রবেশ করতেই দেখা গেল ফেস্টুন, মুখোশ ও নানা ধরনের নকশাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সংস্কৃতিপ্রেমীরা। সবার হাতেই আছে কিছু না কিছু। কেউ আঁকছেন, কেউ গড়ছেন, কেউবা সাহায্য করছেন। চলছে বিভিন্ন লোকজ পণ্য তৈরির কাজও।

- Advertisement -google news follower

চট্টগ্রামের ঐতিহ্যের গুরত্বপূর্ণ অংশ কর্ণফুলী নদী। তাই এবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজনে থাকছে ‘কর্ণফুলী থিম’।

নকশা তৈরিতে ব্যস্ত চারুকলার এক শিক্ষার্থী জয়নিউজকে বলেন, কথিত আছে এক রাজকন্যা কর্ণফুলী নদীতে তার কানের দুল হারিয়ে ফেলেন। আর তখন থেকেই এই নদীর নাম কর্ণফুলী। এই মিথকে সামনে রেখেই তৈরি হচ্ছে এবারের ডামি।

- Advertisement -islamibank

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্য সব ডামি তৈরিতেও শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।

জয়নিউজ/আজিজ/পার্থ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM