লোহাগাড়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের চেক বিতরণ

0

লোহাগাড়া পদুয়া রেঞ্জের আওতায় সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীর মাঝে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। এতে প্রত্যেকে ১ লাখ ৫০ হাজার টাকার লভ্যাংশের চেক পায়।

পদুয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফাহিম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।

রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরম্বা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, মাস্টার সামশুল আলম, স্টেশন কর্মকর্তা মিলন কান্তি দে ও ইসমাইল হোসেন।

সভায় বক্তারা বলেন, সঠিক বনায়নের মাধ্যমে এ দেশকে বাসযোগ্য করে তুলতে হবে। বনাঞ্চল উজাড়ের ফলে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। সামাজিক বনায়নের মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাচ্ছে, অন্যদিকে এরসঙ্গে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হচ্ছে।

জয়নিউজ/পুষ্পেন/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM