ব্রুনাইয়ে ইসলামী শরিয়া আইন চালু

ব্রুনাই সরকার ইসলামী শরিয়া আইন চালু করেছে। বুধবার (৩ এপ্রিল) দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির সুলতান হাসানাল বলকিয়া এ আইন চালুর ঘোষণা দেন। এ নিয়ে বিশ্ব সম্প্রদায়ের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

- Advertisement -

নতুন ইসলামি শরিয়াভিত্তিক আইনে বলা হয়েছে, সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক, বিবাহ বহির্ভূত যৌনতা, ধর্ষণ এবং নবী (সা.) কে অবমাননার মতো অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। শরিয়াহ আদালতে রায় হলে অর্ধেক মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়াও চুরি ও ভ্রূণ নষ্ট করার মতো অপরাধের শাস্তি হিসেবে হাত কেটে নেওয়ার বিধান থাকছে আইনে।

- Advertisement -google news follower

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ আইন শুধু স্থানীয়দের জন্য নয়, ভ্রমণরত পর্যটকদের জন্যও প্রযোজ্য হবে এটি। পর্যটকরা ধরা পড়লে তাদেরও পাথর ছুঁড়ে হত্যা করা হবে।

চালু হওয়া এ আইনের কিছু দিক অমুসলিমদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ওই আইনে ১৮ বছরের কম বয়সী মুসলিম শিশুদের ইসলাম ছাড়া অন্য ধর্মের শিক্ষা গ্রহণে ‘প্ররোচিত বা উৎসাহিত’ করাটাকে অপরাধমূলক দণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

- Advertisement -islamibank

ব্রুনাই সরকারের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM