শাহ আমানতে ৩ হাজার ইয়াবাসহ যাত্রী আটক

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সাহেদ নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ। সাহেদ ওমানের রাজধানী মাসকাট যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বহির্গমনের চেকিংয়ের সময় স্ক্যানিং মেশিনে ইয়াবাগুলো ধরা পড়ে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান জয়নিউজকে জানান, মোহাম্মদ সাহেদ নামে মাসকাটগামী এক যাত্রীর ব্যাগ থেকে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে। চেকিংয়ের সময় স্ক্যানিং মেশিনে ইয়াবাগুলো ধরা পড়ে।

মোহাম্মদ সাহেদের বাড়ি সন্দ্বীপ উপজেলায় বলে জানান এ কর্মকর্তা।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM