মোকাব্বিরকে ড. কামালের ধমক

0

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দলের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে যান গণফোরামের মোকাব্বির খান। তাৎক্ষণিক ড. কামাল মোকাব্বিরকে ধমক দিয়ে বলেন, আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে মতিঝিলে কামালের চেম্বারে গিয়েছিলেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির।

কামালের চেম্বারে তখন উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

মিলু চৌধুরী বলেন, মোকাব্বির খান সাহেব এসে স্যারকে (কামাল) সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন- আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ।

এই বিষয়ে মোকাব্বির খানের তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM