নৌবাহিনীকে দুটি ফ্রিগেট সরবরাহ চীনের

0

চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএসআইসি) বাংলাদেশ নৌবাহিনীকে দুটি লাইট ফ্রিগেট সরবরাহ করেছে।

সিএসআইসি’র ডিজাইন করা ও নির্মিত ফ্রিগেটগুলো চীনে বুধবার (৩ এপ্রিল) নৌবাহিনীকে সরবরাহ করা হয়।

এ উপলক্ষে চীনের জিয়াংশু প্রদেশের কুইদংয়ে সিএসআইসি’র ঘাঁটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নির্মাতা প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার উ শিয়াওগুয়াং বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে এই প্রতিষ্ঠানের। পারস্পরিক সুফল হাসিলের জন্য এই সহযোগিতা আরো গভীর হবে।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM