মালয়েশিয়া যাত্রাকালে ২৭ রোহিঙ্গা নাগরিক উদ্ধার

আবারো বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী ২৭ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বিজিবি। রাতের আঁধারে তারা গভীর সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন।

- Advertisement -

বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার মহেশখালীয়াপাড়া ও কাটাবনিয়া খালের মুখ এলাকা থেকে তাদের উদ্ধার করে বিজিবি।

- Advertisement -google news follower

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, ১৬ জন নারী ও আটজন শিশু রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অস্থায়ীভাবে বসবাস করতেন।

দুপুরে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি জানান, সাগরপথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফের কয়েকটি এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় বিজিবি। পরে অভিযানে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

জয়নিউজ/শামিম/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM