আইসিইউতে সাংবাদিক মাহফুজউল্লাহ

0

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে মাহফুজউল্লাহর ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাহফুজউল্লাহ ধানমণ্ডির গ্রিন রোডের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

সাংবাদিক মাহফুজউল্লাহ দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজউল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

জয়নিউজ/অভিজিত/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM