রাউজানে ভুয়া এইচএসসি পরীক্ষার্থী আটক

0

রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় সুমিত্রা দে (১৯) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সুমিত্রা লোহাগাড়ার নতুন হাট এলাকার মৃদুল দে’র মেয়ে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা তাকে আটক করে।

তিনি বলেন, সুমিত্রা দে জাল রেজিস্ট্রেশন কার্ড তৈরি করে পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় সুমিত্রা দে’র কাছ থেকে স্মার্ট ফোনও পাওয়া যায়। সে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী।

সুমিত্রাকে রাউজান থানায় আটক রাখা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/শফিউল/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM