লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

0

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও চারজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের কামাল নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, নিহত মোসলেহ উদ্দিন কুশাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই ও নোয়াখালীর আন্ডারচরের চৌধুরী বাজারের গরুর মাংস ব্যবসায়ী। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রয়েছে ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।

জয়নিউজ/মনির/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM