শপথ নিলেন মোকাব্বির খান

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন  চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

মোকাব্বির খানের শপথের বিষয়টি নিশ্চিত করেন স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ।

সোমবার (১ এপ্রিল) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সিলেট-২ আসনে মোকাব্বির খানের শপথ নেওয়ার ব্যাপারে জানানো হয়।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছিলেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তবে মোকাব্বির খানের দাবি, গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM