পুণ্যস্নান নিজস্ব প্রতিবেদক 2 April 2019 2:49 pm চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মঙ্গলবার (২ এপ্রিল) কাট্টলির রাণী রাসমনির ঘাটে বারুণী স্নানে মিলিত হন ধর্মপ্রাণ হাজারো হিন্দু নর-নারী। কাকডাকা ভোরে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঘাট এলাকা। বসে মেলা। নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্নানের পর পূজার্চনা ও প্রসাদ বিতরণেরও ব্যবস্থা ছিল। ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার