লোহাগাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২

0

লোহাগাড়ার চরম্বা বাইয়ার পাড়া এলাকায় উপজেলা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দুই সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আমানুল হক এবং জাহাঙ্গীর আলম নামে দুই ব্যক্তি আহত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফি উদ্দিন জয়নিউজকে জানান , উভয় পক্ষ নির্বাচন নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। আহতদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো. জহির উদ্দিন জয়নিউজকে বলেন , ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও মামলা দায়ের হয়নি।

জয়নিউজ/পুষ্পেন/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM