মোকাব্বির খান শপথ নিচ্ছেন মঙ্গলবার

0

গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় সংসদে  শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ জানান, সোমবার চিঠি পাঠিয়ে মোকাব্বির খান মঙ্গলবার বা বুধবার শপথ আয়োজনের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের সময় চূড়ান্ত করা হয়। দলীয় সিদ্ধান্তেই সংসদে যাচ্ছেন বলে দাবি করেছেন মোকাব্বির খান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি।

গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে মোকাব্বির লিখেছেন, আমি ও আমার দল গণফোরাম ২ এপ্রিল বা ৩ এপ্রিল শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM