রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

0

রাঙ্গুনিয়া শান্তিরহাটে সিএনজি অটোরিকশা ও জিপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাঙ্গুনিয়া কোদালার নেছার আহমদের ছেলে আবদুল আজিজ (৫০) ও তার মেয়ে আফিফা (৩)। আহত হয়েছেন নিহত আজিজের স্ত্রী তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ ।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলা চেয়ারম্যানের জিপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, দুপুরে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে বাবা-মেয়ে মারা যান। আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালকের চিকিৎসা চলছে ২৮ নং ওয়ার্ডে। তাদের অবস্থা গুরুতর।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM