টানেল ২৪ শতাংশ সম্পন্ন : ওবায়দুল কাদের

0

কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণকাজের ২৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ আগস্ট) সকালে পতেঙ্গায় টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কাজ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক’র ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বনফুল গ্রুপের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এফএম

 

আরও পড়ুন
লোড হচ্ছে...
×