এবার ইরফানের নায়িকা কারিনা

0

বলিউড অভিনেতা ইরফান খানের সঙ্গে কারিনা কাপুর খানের কেমিস্ট্রি দেখা যাবে এবার ‘হিন্দি মিডিয়াম টু’ ছবিতে।

জানা গেছে, এ ছবিতে ৩৮ বছর বয়সী কারিনাকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। এর শুটিং হবে লন্ডনে। এতে ইরফানের মেয়ের চরিত্রে থাকছেন রাধিকা মাদান।
সুস্থ হয়ে ওঠার পর ‘হিন্দি মিডিয়াম টু’র মাধ্যমে কাজে ফিরছেন ইরফান। নিউরোন্ডোক্রেইন টিউমারের চিকিৎসার পর কিছুদিন আগে লন্ডন থেকে মুম্বাই ফিরেছেন তিনি।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বিদ্রুপাত্মকভাবে তুলে ধরেন পরিচালক সকেত চৌধুরী। এতে ইরফানের বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি।

জয়নিউজ/পলাশিআরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM