কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকা কাঁঠালের উৎপত্তিস্থান হিসেবে বিবেচিত। পুষ্টিগুণে ভরপুর কাঁঠাল জৈষ্ঠ-আষাঢ় মাসে সংগ্রহ করা হয়। মধুমাসের এ ফল পাকতে শুরু করেছে। আকবরশাহ এলাকা থেকে ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।