এফআর টাওয়ার অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা

0

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

এদিকে, অগ্নিকাণ্ডের দুদিন পর এই তথ্য জানালেও এর বাদী কে হয়েছেন এবং কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

এদিন দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতা তৈরি বিয়য়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বনানী থানায় একটি মামলা দায়ের হয়েছে। একটি নিয়মিত মামলা হয়েছে, এটা আমরা তদন্ত করে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব”।

গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধশতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজন শনিবার হাসপাতালে মারা যান।

এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM