ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে পুড়েছে সব দোকান

গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২১টি দোকানের সবগুলোই। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশীদ আনোয়ার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

- Advertisement -google news follower

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

- Advertisement -islamibank

গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজার সমবায় সমিতির সহ-সভাপতি জামান প্রধান সাংবাদিকদের জানান, বাজারে ২১১টি দোকান ছিল এবং সবগুলো দোকানই আগুনে পুড়ে গেছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর শাকিল নেওয়াজ বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM