ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে পুড়েছে সব দোকান

0

গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২১টি দোকানের সবগুলোই। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশীদ আনোয়ার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজার সমবায় সমিতির সহ-সভাপতি জামান প্রধান সাংবাদিকদের জানান, বাজারে ২১১টি দোকান ছিল এবং সবগুলো দোকানই আগুনে পুড়ে গেছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মেজর শাকিল নেওয়াজ বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM