লোহাগাড়ায় নির্বাচন রোববার

0

লোহাগাড়া উপজেলা নির্বাচন রোববার (৩১ মার্চ) । নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের রয়েছে নানা অভিযোগ। কেউ কেউ সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন খোকন চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত নির্বাচন স্থগিত করেন এবং ৩১ মার্চ পুনঃতফসিল ঘোষণা করেন। এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকীব উজ্জামান রেনু জানান, উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত প্রশাসনিক কর্মকর্তাসহ আনসার-পুলিশ-বিজিবি মোতায়েন থাকবে। এ ব্যাপারে প্রার্থীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

জয়নিউজ/পুষ্পেন/বিশু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM