সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী খুরশীদ আলম আহত

0

খ্যাতিমান সংগীতশিল্পী খুরশীদ আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাতে বগুড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার তিনি বগুড়ায় জয়পুরহাট সমিতি নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় চারমাথা এলাকা থেকে গাড়ি নিয়ে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তার গাড়িকে ধাক্কা দিলে তিনি, তার সঙ্গে থাকা সেলিম এবং ড্রাইভার আহত হন।

এ সম্পর্কে জানতে মুঠোফোনে খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনা সত্যি। তবে আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।”

জয়নিউজ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM