রায়পুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর

0

লক্ষ্মীপুরের রায়পুর উত্তর চরবংশীতে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার উত্তর চরবংশীতে ইউনিয়নের খাসের হাট বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে এ ঘটনার খবর পেয়ে খাসের হাট বাজারে জড়ো হলে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান।

তিনি জানান, হামলাকারী ও ভাঙচুরের ঘটনা যারা করেছে তাদের নাম উল্লেখসহ মামলা করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ও এই বিষয়টি তিনি তদন্ত করছেন বলে জানান।

জয়নিউজ/আতোয়ার/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM