চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নগরের কোতোয়ালির আন্দরকিল্লা থেকে হারুনুর রশিদ সিদ্দিকি নামে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ও ৫ কোটি টাকার জরিমানা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জয়নিউজকে বলেন, গ্রেপ্তার রশিদের বিরুদ্ধে ৮টি সাজা, ৩টি সিআর ও ১টি জিআর পরোয়ানা আছে। আসামি রশিদ জুবিলী রোড এলাকায় ব্যবসা করা অবস্থায় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে তা পরিশোধ না করে চেকের মাধ্যমে প্রতারণা করায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। রায়ের প্রেক্ষিতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। এরপর দীর্ঘদিন সে পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা প্যারাগন সিটির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়নিউজ/রুবেল/বিশু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM