বনানীর ঘটনায় মামলা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

- Advertisement -

শুক্রবার (২৯ মার্চ) বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

আসাদুজ্জামান মিয়া বলেন, ভবনের মালিককে আমরা শনাক্ত করতে পেরেছি। এই ঘটনার সঙ্গে আরও লোকের দায়িত্ব অবহেলা থাকতে পারে। বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় মামলা করা হবে।

তিনি বলেন, গতকাল রাতের একটা সময় পর্যন্ত ১৯ টি মরদেহের কথা ফায়ার সার্ভিস থেকে জানত পারি। পরে ভবন সার্চ করে  ভিতর থেকে আরও ছয়টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। যেহেতু ফায়ারম্যান ছাড়া ভবনে আর কারো যাওয়া অনুমতি নেই, তাই ফায়ার সার্ভিসের তথ্যের ওপরই আমাদের নির্ভর করতে হচ্ছে। এখন মোট নিহতের সংখ্যা ২৫ জন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM