‘ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স দিতে পারবে নগরবাসী’

0

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চসিকের রাজস্ব প্রদান কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। এখন ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স দিতে পারবে নগরবাসী।

বৃহষ্পতিবার (২৮ মার্চ) বিকেলে করপোরেশনের সম্মেলন কক্ষে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিবিধ চার্জ ও ফি অনলাইনে গ্রহণে চসিক ও প্রিমিয়ার ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, আগে চসিকের অনেক সেবা কার্যক্রম ম্যানুয়েলি পরিচালনা করা হতো। করপোরেশনের রাজস্ব ও অন্যান্য কার্যক্রম অটোমেশনের আওতায় আসলে হিসাব-নিকাশে স্বচ্ছতা যেমন আসবে, তেমনি নাগরিকরা কর প্রদানসহ যাবতীয় তথ্য ঘরে বসেই মুহূর্তের মধ্যে জানতে পারবেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।

অনুষ্ঠানে চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM