বনানীর এফ আর টাওয়ারে আগুনে নিহত ৪

0

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চিকিৎসকরা। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন ফারুক, মনির, মামুন ও মাকসুদুর রহমান। তবে তাদের গ্রামের বাড়ি এখন পর্যন্ত জানা যায়নি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারের ৯ তলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত হয়েছেন।

উদ্ধারের পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য ইতোমধ্যে রাজধানীর সব সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর।

আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM