ক্রাইস্টচার্চে নিহতদের শ্রদ্ধা জানাবেন ব্রিটেনের প্রিন্স

ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে আগামী মাসে নিউজিল্যান্ডে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম।

- Advertisement -

ব্রিটেনের সাবেক এই উপনিবেশে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসেবে আসবেন ডিউক অব দ্য কেমব্রিজ।

- Advertisement -google news follower

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ও কেনসিংটন প্যালেসের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে এএফপি।

ক্রাইস্টচার্চে শুক্রবার (২৯ মার্চ) নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী আরডার্ন।

- Advertisement -islamibank

তিনি বলেন, হতাহতদের সম্মান ও সহানুভুতি জানাতে রানি এলিজাবেথের প্রতিনিধি হিসেবে আসবেন প্রিন্স উইলিয়াম।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুধারীর গুলিতে ৫০ জন নিহত হন।

এদের মধ্যে পাঁচ বাংলাদেশি নাগরিকও রয়েছেন। অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM