বিলাইছড়িতে স্বাধীনতা দিবস পালিত

0

বিলাইছড়ি উপজেলায় স্বাধীনতা দিবস মঙ্গলবার (২৬ মার্চ) পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বিলাইছড়ি স্টেডিয়ামে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শিত হয়।

পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলার তিন মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, প্রভাত কান্তি বড়ুয়া ও ইসহাক মিয়াকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এর আগে সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্যারেড কমান্ডার থেকে সালাম গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী।

জয়নিউজ/অসীম/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM