লক্ষ্মীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

0

লক্ষ্মীপুরের রামগতিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ব্যবসায়ীসহ আহত হয়েছেন ২০ জন।
নির্বাচনের পরদিন থেকে শুরু করে দু’দিন ধরে আজাদ মার্কেট, জাহের মার্কেট, টাঙ্কিবাজারসহ রামগতির বড় খেড়ী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় আব্দুলগনি, রাসেল,ফারুক, মেহরাজ, শামছুদ্দিন, জুবরাজ, দুলাল, শাহদাত হোসেন ও ব্যবসায়ীসহ ২০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরিচ উদ্দিন জয়নিউজকে জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM