আজ জাতি ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করছে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিনটি উদযাপনে আগামী বাংলাদেশের কর্ণধার শিশু-কিশোরদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। লাল-সবুজের বর্ণিল সাজে সজ্জিত এ শিশুদের কল-কাকলীতে মুখর ছিল নগর। শহীদ মিনারে জাতির বীর সন্তান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে দুই শিশু। চট্টগ্রাম স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি দু’টি তুলেছেন আমাদের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।