লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

0

লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় ঝর্ণা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার টুমচর এলাকার স্বপন মিয়ার মেয়ে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে শহরের এস রোডের টাউন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে শিশু ঝর্ণা আক্তার রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা অটোরিকশা চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জয়নিউজকে জানান খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM