এইচএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধের নির্দেশ

0

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলবে।

সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

প্রশ্ন ফাঁস রোধে এসএসসি পরীক্ষার সময়ও এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকে অসাধু উপায়ে কোচিং করিয়ে থাকে। সেটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। যেহেতু আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না, তাই সব কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১ এপ্রিল শুরু হয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শেষ হবে ৪ মে। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

জয়নিউজ/পার্থ/বিশু
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM