বন্যহাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

0

কাপ্তাই রাইখালীর ডংনালায় বন্যহাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মার্চ) সন্ধ্যায়। নিহত ব্যক্তির নাম দ্বীন মোহাম্মদ (৫৫)। তিনি খন্দাকাটা এলাকার মৃত মুক্তার আহাম্মদের ছেলে।

রাইখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউছুফ তালুকদার জানান, দ্বীন মোহাম্মদ কাঠ সংগ্রহের ডংনালা এলাকায় যান। সন্ধ্যায় ফিরে আসার পথে হাতির পাল তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়ার পথে দ্বীন মোহাম্মদের মৃত্যু হয়।

জয়নিউজ/লাভলু/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM