লক্ষ্মীপুরে ২টিতে আ’লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

0

তৃতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরে দু’টিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে রায়পুর ও রামগঞ্জ উপজেলায় নৌকা এবং সদর, কমলনগর ও রামগতিতে তিন স্বতন্ত্রপ্রার্থী নির্বাচিত হয়েছেন।

সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী একেএম সালাহ্উদ্দিন টিপু (দোয়াত-কলম), কমলনগর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন বাপ্পী (দোয়াত-কলম), রায়পুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা), রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা) ও রামগতি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন।

জয়নিউজ/আতোয়ার/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM