শখের জালে মাছের খোঁজে নিজস্ব প্রতিবেদক 24 March 2019 2:47 pm পেশায় তারা জেলে নন। বাস করেন ব্যস্ত নগরে। তবু সাগরজলে জাল ফেলে মাছ ধরার সাধ কার না হয়। সেই সাধ মেটাতেই পতেঙ্গার নেভাল এলাকায় এভাবেই জাল নিয়ে নেমে পড়েন স্থানীয় তিন যুবক। রোববার সকালে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার