তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট রোববার

বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে রোববার (২৪ মার্চ) তৃতীয় ধাপের ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২২ মার্চ) দিবাগত মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ হয়েছে ভোটগ্রহণে সব প্রস্তুতি।

- Advertisement -

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ১৫ উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য।
এদিকে এ ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৩২ প্রার্থী।

- Advertisement -google news follower

এরমধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ২৬টিতে। ভাইস চেয়ারম্যান পদে ৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৮ উপজেলায়।

কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এক কোটি ৩৩ লাখ ৯৭ হাজার একশ’ ৪৮ জন ভোটারের জন্য ৯ হাজার সাতশ’ ৫৯টি ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। চার উপজেলায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

- Advertisement -islamibank

তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ১২৯ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও স্থগিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার ভোট।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM