প্রথম দেখায় উঁচু-নিচু মেঠোপথ বলে ভুল হতে পারে। পথশিশুরা যেখানে হেঁটে চলেছে অবলীলায়। তবে আদতে তা নয়। এটি বন্দরনগরের ঐতিহ্যবাহী চাক্তাই খালের বর্তমান অবস্থা। যে খালে একসময় নৌকা চলতো প্রতিদিন, সেখানে এখন ময়লার স্তূপে পানির দেখা পাওয়াই দায়। নগরের চকবাজার ধুনিরপুল এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।