নগরজুড়ে সারা বছর চলে খোঁড়াখুঁড়ি। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীন এই খোঁড়াখুঁড়িতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। সড়কগুলোতে দিনভর লেগে থাকে যানজট। সামনেই বর্ষাকাল। সংশ্লিষ্টরা বলছেন, শুষ্ক মৌসুমে এ কাজগুলো শেষ না হলে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। নগরের আইস ফ্যাক্টরি রোড থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের নিজস্ব আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।